পরিচালক মহোদয়ের বাণী
আবদুল হালিম পাটওয়ারী ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটে অবস্থিত “আইডিয়াল কমার্স কলেজ”। এটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত ধুমপান ও রাজনীতিমুক্ত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ২০০৪ সালে কলেজটি ব্যবসায় শিক্ষা শাখা নিয়ে যাত্রা শুরু করে এবং পরবর্তীতে ২০১৯ সালে বিজ্ঞান শাখা চালু করা হয় । বর্তমানে কলেজটিতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা নিয়ে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে ।
এই কলেজের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে এর শৃঙ্খলাবোধ । কলেজ বাউন্ডারির ভিতরে রয়েছে সুবিশাল মাঠ, মনোরম অডিটরিয়ামসহ খোলামেলা ক্যাম্পাস । কলেজের সুদক্ষ শিক্ষকবৃন্দ প্রতিটি বিষয়ের পড়া শ্রেণিকক্ষেই সম্পন্ন করিয়ে দেন বিধায় আমাদের কোন শিক্ষার্থীকে আলাদাভাবে টিউশন নিতে হয় না । এই কলেজের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো শিক্ষাবর্ষের পুরো ২ (দুই) বছর জুড়ে ৭-৮ জন শিক্ষার্থীকে ১ (এক) জন গাইড শিক্ষকের তত্ত্বাবধানে রেখে বিশেষভাবে পরিচর্যা করা হয় । মূলত গাইড শিক্ষক তার অধীনে থাকা সকল শিক্ষার্থীদের একাডেমিক সমস্যা সমাধানের পাশাপাশি তাদের ব্যক্তিগত সমস্যা সমাধান করে শিক্ষার্থীর পড়ালেখায় মনোযোগ অক্ষুণ্ন রাখতে সচেষ্ট থাকেন । এছাড়াও গাইড শিক্ষক সার্বক্ষণিকভাবে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে যোগাযোগ বজায় রাখেন ।
“আইডিয়াল কমার্স কলেজ” এর একটি অন্যতম সাফল্য হলো SSC-তে কম জিপিএ প্রাপ্ত সকল শিক্ষার্থীই অত্র কলেজ থেকে HSC-তে পূর্বের চেয়ে বেশি জিপিএ প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হয় এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ লাভ করে ।
“সন্তান আপনার, দায়িত্ব আমাদের”।
আমরা শিক্ষার্থীদেরকে এমনভাবে গড়ে তুলতে চেষ্টা করি যাতে প্রতিটি শিক্ষার্থী তাদের স্ব স্ব লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয় ।