Latest Notice
আইডিয়াল কমার্স কলেজ দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও মেধাবী ব্যক্তিত্বের দিক-নির্দেশনা এবং তত্ত্বাবধানে পরিচালিত। ‘আইডিয়াল কমার্স কলেজ’-এর নিজস্ব ক্যাম্পাস ঢাকা শহরের প্রাণ কেন্দ্র ফার্মগেট এলাকায় অবস্থিত । অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের মেধা এবং মননবিকাশের জন্য রয়েছে ঝকঝকে পরিষ্কার-পরিচ্ছন্ন ক্লাস রুম, সমৃদ্ধ লাইব্রেরি, অডিটোরিয়াম, আধুনিক কম্পিউটার ল্যাব ও ইন্টারনেটসহ প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা । আর ও থাকছে যুগের চাহিদা অনুযায়ী ডিবেটিং , উপস্থিত বক্তৃতা, ইনডোর গেম্স ও আউটডোর গেম্স সুবিধা । সর্বোপরি রাজনীতি মুক্ত ও ধুমপান মুক্ত সুশৃঙ্খল একটি অনন্য সাধারণ ক্যাম্পাসের নিশ্চয়তাসহ উন্নত ও যুগোপযোগী শিক্ষাক্ষেত্রের একটি গর্বিত ও ব্যতিক্রমী নাম আইডিয়াল কমার্স কলেজ।’সময়ের চাহিদা বিবেচনায় রেখে ব্যবসায় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শাখা চালু করা হয়েছে । তথ্য ও প্রযুক্তি নির্ভর উন্নত বিশ্বের আধুনিকতা এদেশের বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে আইডিয়াল কমার্স কলেজ’নামক শিক্ষা প্রতিষ্ঠানটি । যার মূল শ্লোগান" গুণগত শিক্ষায় আধুনিকতার ছোঁয়া । শিক্ষার শক্তি শিক্ষার্থীদের মাঝে যেন জন্ম দেয় মনুষ্যত্বের, তারা যেন গড়ে ওঠে আলোকিত মানুষ হিসেবে সেই লক্ষ্যে আইডিয়াল কমার্স কলেজের সকল কার্যক্রম আবর্তিত । সুযোগ্য পরিচালনা কমিটির বিজ্ঞতা, প্রজ্ঞা ও বিচক্ষণতা কলেজ পরিচালনার ক্ষেত্রে যথাযথ ভাবে নিয়োজিত হচ্ছে স্বাচ্ছন্দ্যময় শিক্ষা পরিবেশ সৃষ্টির লক্ষ্যে। শিক্ষায় ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ২০০৪ সালে আইডিয়াল কমার্স কলেজ প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠা লগ্ন থেকেই ICC ব্যবসায় শিক্ষা শাখায় প্রতিটি বোর্ড পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করে আসছে । যার ফলে রাজধানীসহ সমগ্র বাংলাদেশে আইডিয়াল কমার্স কলেজ (ICC) একটি মান সম্মত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে । আর এই ব্যাপক পরিচিতির কারণেই প্রতি বছর অনেক ছাত্র-ছাত্রী এবং অভিভাবক এই কলেজে বিজ্ঞান শাখা খোলার জন্য ICC কর্তৃপক্ষকে অনুরোধ করে আসছেন । ভাল ফলাফল, নিয়মানুবর্তিতা, শৃংখলা, সময়নিষ্ঠা, অধ্যবসায়, জ্ঞানার্জনে প্রতিযোগিতা ও রাষ্ট্রীয় কর্মকান্ডে অংশ গ্রহণ করে নান্দনিক মহিমায় পরিচালিত আইডিয়াল কমার্স কলেজে বিজ্ঞান শাখা চালু করা এখন সময়ের দাবী । তাছাড়া একথা সর্বজনস্বীকৃত যে, বিজ্ঞান শিক্ষা ছাড়া বর্তমান সভ্যতা অচল । বিজ্ঞান মনস্ক ব্যক্তি ও বিজ্ঞান শিক্ষার ক্ষেত্র তৈরিতে প্রাতিষ্ঠানিক বিজ্ঞান শিক্ষা এখন যুগের চাহিদা । আইডিয়াল কমার্স কলেজে ব্যবসায় শিক্ষা শাখার পাশাপাশি বিজ্ঞান শাখা ও চালু হয়েছে।
Read Moreপবিত্র ঈদ-ঊল-ফিতর উপলক্ষ্যে কলেজ বন্ধ প্রসঙ্গে।
Read more...রমজান মাসের ক্লাস রুটিন প্রসঙ্গে।
Read more...দ্বাদশ শ্রেণির নির্বাচনি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ প্রসঙ্গে।
Read more...Regarding the closure of the college on the occasion of Maghi Purnima
Read more...Regarding the closure of the college on the occasion of Sree Sree Saraswati Puja
Read more...