মুক্ত বাজার অর্থনীতির গ্লোবাল ভিলেজের এই প্রতিযোগিতা মূলক বিশ্বে সর্বত্রই আমরা প্রতিদ্বন্দ্বি তার মুখোমুখি । এই প্রতিযোগিতায় টিকতে চাই দক্ষ জনশক্তি - চাই মুক্ত চিন্তার উদার মানিসক বিপুল সম্ভাবনার, দেশ প্রেমের পতাকাবাহী, আদর্শিক চিন্তা-চেতনায় ঋদ্ধ ও ধর্মীয় মূল্যবোধে সুশিক্ষিত আগামী দিনের সুন্দর ও সুশৃঙ্খল মানুষ । এসব গুণে গুণান্বিত যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করার দায়িত্ব আমাদের-বর্তমান প্রজন্মের ।
‘বাণিজ্যে বসতি লক্ষ্মী’- পুরাকালের জনপ্রিয় এই প্রবাদ যেমন আজজীবনের সর্বসত্য বাস্তব তাতে মনি বিশ্বায়নের যুগে বিজ্ঞান শিক্ষা ছাড়া বর্তমান সভ্যতা অচল । বর্তমান যুগ বিজ্ঞানের অব্যাহত জয় যাত্রার এক যুগান্তকারী যুগ। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মানব সভ্যতা ও অগ্রগতির দিকে এগিয়েছে । বিজ্ঞান মনস্কব্যক্তি ও বিজ্ঞান শিক্ষার ক্ষেত্র তৈরিতে প্রাতিষ্ঠানিক বিজ্ঞান শিক্ষা এখন যুগের চাহিদা । আইডিয়াল কমার্স কলেজে ব্যবসায় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শাখা চালু হওয়ায় শিক্ষার্থীরা বহুমাত্রিক জ্ঞানার্জনের সুযোগ পাবে। বিজ্ঞান শাখা সংযোজনের ফলে কলেজটি নতুন উদ্যমে শিক্ষা কার্যক্রম এগিয়ে নেবে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞান শাখার ছাত্র-ছাত্রীরা ও ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র-ছাত্রীদের অনুরূপ সক্ষমতা অর্জন করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস ।
অবাধ বিশ্ব বাণিজ্যের বর্তমান বাস্তবতায় শিক্ষা একটি কর্মমুখী ও বাজারমুখী কার্যক্রম । রক্ত দিয়ে অর্জিত প্রিয় এই স্বদেশের গর্বভরে টিকে থাকার প্রয়োজনেই নিশ্চিত করা প্রয়োজন ‘কোয়ালিটি এডুকেশন’। ‘কোয়ালিটি এডুকেশন’আজ একটি জনপ্রিয় শ্লোগান, নানাবিধ বাস্তবায় যা অধিকাংশ শিক্ষাঙ্গনে প্রায় অনুপস্থিত আর তাই আমাদের মূল শ্লোগান হচ্ছে, “গুণগত শিক্ষায় আধুনিকতার ছোঁয়া”। শ্লোগানে নয়, বাস্তবে আমরা নিশ্চিত করতে চাই গুণগত শিক্ষা ‘কোয়ালিটি এডুকেশন’। আদর্শ শিক্ষা-পরিবেশের সব উপাদান মাথায় রেখে আমরা সাজিয়েছি আইডিয়াল কমার্স কলেজের পরিপাটি ক্যাম্পাস, রাজধানীর ব্যস্ততম ঐতিহ্যবাহী ফার্মগেট এলাকায় । আদর্শ শিক্ষার মাধ্যমে আদর্শিক নেতৃত্ব তৈরি করার দৃঢ় অঙ্গীকার আমাদের । ইতো মধ্যে কলেজের প্রথম থেকে এ পর্যন্ত ফলাফল দিয়ে তা প্রমাণ করতে ও সক্ষম হয়েছি, ভবিষ্যতে ও এ ধারা বজায় রাখতে সক্ষম হব । আমাদের উদ্দেশ্য মহৎ, চিন্তা স্বচ্ছ এবং সৎ । প্রত্যাশা করি, এই মহতী উদ্যোগে সবার সহযোগিতা পাবো, সহমর্মিতা পাবো, সৎ পরামর্শ পাবো । সবার সহযোগিতায় আমরা ‘মঞ্জিলেমক সুদে’পৌঁছব-ইনশাআল্লাহ ।
ড. এম. এ. হালিম পাটওয়ারী
প্রতিষ্ঠাতা, আইডিয়াল কমার্স কলেজ
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, UCC গ্রুপ
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, আইডিয়াল কমার্স কলেজ, ঢাকা
প্রতিষ্ঠাতা, আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল (বাংলা ও ইংরেজি ভার্সন)
সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়